Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পাটারীর হাট ইউনিয়ন পরিষদ

 কমলনগর, লক্ষ্মীপুর।

এক নজরে ৬নং পাটারীর হাট ইউনিয়নঃ

ক)ইউনিয়ন গঠনের ইতিকথাঃ ১৮৫৪ ইং সনে দেশের বৃহত্তম নদী মেঘনার বুক থেকে জেগে উঠা চরের নাম চর ফলকন। নতুন এই চরে মেঘনা ও ভুলুয়া নদীর ভাঙ্গনে বাস্তুচ্যুত হয়ে বাকের গন্জ (বরিশাল ) জেলার দৌলতখান থানা ও তৎকালীন শাহবাজপুরের (ভোলা ) এবং নোয়াখালীর জেলার লক্ষ্মীপুর থানাধীন ফরাশগন্জ, কুশাখালী থেকে আসা কিছু পরিবার কৃষিকাজ ও বসতিস্থাপন করে। ১৯০৫ সালে থাক সার্ভে তৎকালিন বাকেরগঞ্জ ( বরিশাল ) জেলাধীন দৌলতখান থানা এবং ১৯১০ সালে ডিস্ট্রিক্ট স্যাটেলম্যান্ট ( ডি.এস ) জরীপে নোয়াখালী জেলার উত্তর হাতিয়া ১৯১৭ সালে রামগতি থানার অধীনে চর ফলকন মৌজা গেজেটভূক্ত করা হয়। ১৯৫৫ ইং সনে চর ফলকন ইউনিয়ন বোর্ড,১৯৭২ ইং সনে চর ফলকন ইউনিয়ন কাউন্সিল, ১৯৮৩ ইং সনে ৩নং চর ফলকন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ২০০৬ ইং সনে ৩নং চর ফলকন ইউনিয়নকে বিভাজন করে ইউনিয়নের উত্তর অংশকে ৫নং চর ফলকন ইউনিয়ন এবং দক্ষিণ অংশকে ৬নং পাটারীর হাট ইউনিয়ন হিসেবে দুটি ইউনিয়ন গঠন করা হয়।