স্থান
পাটারীর হাট, কমলনগর, লক্ষ্মীপুর
কিভাবে যাওয়া যায়
হাজির হাট থেকে রিক্সায় অথবা মোটর বাইক অথবা সিএনজিতে চড়ে পাটারীর হাট ইউনিয়ন পরিষদ। সেখান থেখে ১কিলোমিটার গেলেই ধেখতে পাবেন ঐতিহ্যবাহী পাটারীর হাট বিল। যেখানে বিভিন্ন ধরনের ফসল ফলন হয় যার ফসল বাংলাদেশেরে বিভিন্নজায় রপ্তানি করা হয়। এবিলটি দেখতে অনেক সুন্দর দেখায় মাঠে সব ফসল আর ফসল দেখলে চোখ জুডিয়ে যায।